আবারওহবিগঞ্জ জেলার সাতছড়ির গহিন অরণ্য থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার করাহয়েছে। এবার অভিযান চালিয়ে নয়টি এসএমজি, একটি এমএমজি, একটি বেটাগান, একটি৭.৬২ মিমি অটোরাইফেল, ছয়টি এসএলআর, দুটি এলএমজি, একটি স্নাইপার টেলিস্কোপসাইড ও ২ হাজার ৪০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়। আর এ অস্ত্রগুলো মাটিরনিচে একটি কন্টেইনারে রাখা ছিলো ফলে অস্ত্রগুলো চকচকে অবস্থায় রয়েছে। আমরা মনে… Continue reading আবারও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার
Category: সম্পাদকীয়
টিপ্পনী
খবর:(তদারকি ও উপদেশ ব্যয় ৩ শ কোটি টাকা) ওসব টাকার মা বাবা নেই ওসব টাকা খাই খাই, আমলা নেতার পকেট চিনে রাতে দিনে যায় যায়- এসব টাকা পাতলা টাকা নওলা বোয়াল কাতলা টাকা। ভাউচারে যায় লাখে লাখে কেউ হিসেবের নেই নেই, ধরবে চেপে গলা-টুটি বলতে যাবেন যেই যেই- এসব… Continue reading টিপ্পনী
টিপ্পনী
খবর:(দর্শনা চেকপোস্টে যাত্রীর কাছ থেকে জোর করে টাকা আদায়) পরের টাকা খেয়ে খেয়ে বাড়লো ভুঁড়ি তোমার, ওটা যদি যায় ফেটে তো আওয়াজ হবে বোমার। পরের কড়ি মিষ্টি লাগে খাও কেন তা আবার, এটা নাকি শিক্ষা ছিলো তোমার প্রিয় বাবার। মাল খেয়ো না কেড়েকুড়ে শেষে বেজায় খবর, এবার ঘরে ফিরে গিয়ে ভাঙো… Continue reading টিপ্পনী
বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের বিকল্প নেই বলা হয়, জন্ম-মৃত্যু-বিয়ে এ হলো মানুষের নিয়তি। নিয়তির লিখন নাকি খণ্ডানো যায় না! অথচ আমরা জানি, নিয়তি মানুষেরই হাতে। মানুষ নিজেই তার নিয়তির নির্ধারক। কিন্তু মতলববাজরা ব্যাপকভাবে ভুল ধারণা ছড়িয়ে সর্বনাশ করে চলেছে আমাদের নারী সমাজের। এখনও এর অভিশাপ বয়ে বেড়াচ্ছি আমরা। সংখ্যার দিক থেকে বাল্যবিয়ের শিকার বিশ্বের ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। স্বাধীনতার ৪২ বছর পরও এ বাস্তবতা আমাদের জন্য লজ্জাজনক। একটি বেসরকারি সংস্থার গবেষণায় জানা যায়, বর্তমানে দেশে বাল্যবিয়ের হার ৬৬ শতাংশ। আইনত বাল্যবিয়ে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রচলিত কুসংস্কার এবং দারিদ্র্যের কারণে এ কুপ্রথা দোর্দণ্ড প্রতাপে সমাজে বিরাজ করছে। জাতিসংঘের শিশু তহবিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১০ থেকে ১৭ বছর বয়সের এক-তৃতীয়াংশ কিশোরী বাল্যবিয়ের শিকার। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ২০১০ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের গ্রামাঞ্চলের ৬৯ শতাংশ কিশোরী ১৮ বছরে পা দেয়ার আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে। বিভিন্ন সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ থেকে পাওয়া এসব তথ্য এটাই প্রমাণ করছে যে, প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতোই অন্ধকার জমাট বেঁধে আছে আমাদের সমাজ জীবনে। নারী উন্নয়নের সূচকে বাংলাদেশ এগিয়ে চলেছে- এমন আত্মতৃপ্তির আড়ালে বিরাজ করছে এক অকথিত অন্ধকার। একটি মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, ১৮ বছর না হতেই তার কাঁধে বিয়ের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। পূর্ণমানবী হওয়ার আগেই তার ওপর বর্তিয়ে দেয়া হচ্ছে মানব উৎপাদনের দায়। এতে যেমন বিপন্ন হচ্ছে সেই অপ্রাপ্ত বয়স্কার জীবন, তেমনি বিপন্ন হচ্ছে তার গর্ভস্থ শিশু। ফলে মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হারও কমছে না। বাল্যবিয়ে এটি মেয়েকে সারাজীবনের জন্য তার ন্যায্য-সামাজিক অধিকার থেকে বঞ্চিত করে। বিয়ে বা সাংসারিক জীবনের অর্থ বুঝে ওঠার আগেই তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বঞ্চনা, লাঞ্ছনা তাদের অনেককে শেষ পর্যন্ত আত্মহননের পথেও ঠেলে দিচ্ছে। অর্থাৎ আমরা আমাদের নারীশিশুদের বাল্যবিয়ের মাধ্যমে এক অর্থে জীবন্ত কবরে সমাহিত করছি। তাই বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের বিকল্প নেই। এ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়ন করে নারীদের রক্ষা করতে হবে।
বলাহয়,জন্ম-মৃত্যু-বিয়েএ হলো মানুষের নিয়তি। নিয়তির লিখন নাকি খণ্ডানো যায়না! অথচ আমরা জানি,নিয়তি মানুষেরই হাতে। মানুষ নিজেই তার নিয়তিরনির্ধারক। কিন্তু মতলববাজরা ব্যাপকভাবে ভুল ধারণা ছড়িয়ে সর্বনাশ করে চলেছেআমাদের নারী সমাজের। এখনও এর অভিশাপ বয়ে বেড়াচ্ছি আমরা। সংখ্যার দিক থেকেবাল্যবিয়ের শিকার বিশ্বের ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়।স্বাধীনতার ৪২ বছর পরও এ বাস্তবতা আমাদের জন্য লজ্জাজনক।… Continue reading বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের বিকল্প নেই বলা হয়, জন্ম-মৃত্যু-বিয়ে এ হলো মানুষের নিয়তি। নিয়তির লিখন নাকি খণ্ডানো যায় না! অথচ আমরা জানি, নিয়তি মানুষেরই হাতে। মানুষ নিজেই তার নিয়তির নির্ধারক। কিন্তু মতলববাজরা ব্যাপকভাবে ভুল ধারণা ছড়িয়ে সর্বনাশ করে চলেছে আমাদের নারী সমাজের। এখনও এর অভিশাপ বয়ে বেড়াচ্ছি আমরা। সংখ্যার দিক থেকে বাল্যবিয়ের শিকার বিশ্বের ১০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। স্বাধীনতার ৪২ বছর পরও এ বাস্তবতা আমাদের জন্য লজ্জাজনক। একটি বেসরকারি সংস্থার গবেষণায় জানা যায়, বর্তমানে দেশে বাল্যবিয়ের হার ৬৬ শতাংশ। আইনত বাল্যবিয়ে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও প্রচলিত কুসংস্কার এবং দারিদ্র্যের কারণে এ কুপ্রথা দোর্দণ্ড প্রতাপে সমাজে বিরাজ করছে। জাতিসংঘের শিশু তহবিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১০ থেকে ১৭ বছর বয়সের এক-তৃতীয়াংশ কিশোরী বাল্যবিয়ের শিকার। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ২০১০ সালের প্রতিবেদন অনুযায়ী, দেশের গ্রামাঞ্চলের ৬৯ শতাংশ কিশোরী ১৮ বছরে পা দেয়ার আগেই তাদের বিয়ে হয়ে যাচ্ছে। বিভিন্ন সংস্থা, সংগঠন ও প্রতিষ্ঠানের পর্যবেক্ষণ থেকে পাওয়া এসব তথ্য এটাই প্রমাণ করছে যে, প্রদীপের নিচে থাকা অন্ধকারের মতোই অন্ধকার জমাট বেঁধে আছে আমাদের সমাজ জীবনে। নারী উন্নয়নের সূচকে বাংলাদেশ এগিয়ে চলেছে- এমন আত্মতৃপ্তির আড়ালে বিরাজ করছে এক অকথিত অন্ধকার। একটি মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, ১৮ বছর না হতেই তার কাঁধে বিয়ের বোঝা চাপিয়ে দেয়া হচ্ছে। পূর্ণমানবী হওয়ার আগেই তার ওপর বর্তিয়ে দেয়া হচ্ছে মানব উৎপাদনের দায়। এতে যেমন বিপন্ন হচ্ছে সেই অপ্রাপ্ত বয়স্কার জীবন, তেমনি বিপন্ন হচ্ছে তার গর্ভস্থ শিশু। ফলে মাতৃমৃত্যু, শিশুমৃত্যুর হারও কমছে না। বাল্যবিয়ে এটি মেয়েকে সারাজীবনের জন্য তার ন্যায্য-সামাজিক অধিকার থেকে বঞ্চিত করে। বিয়ে বা সাংসারিক জীবনের অর্থ বুঝে ওঠার আগেই তাদের জীবন হয়ে ওঠে দুর্বিষহ। বঞ্চনা, লাঞ্ছনা তাদের অনেককে শেষ পর্যন্ত আত্মহননের পথেও ঠেলে দিচ্ছে। অর্থাৎ আমরা আমাদের নারীশিশুদের বাল্যবিয়ের মাধ্যমে এক অর্থে জীবন্ত কবরে সমাহিত করছি। তাই বাল্যবিয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের বিকল্প নেই। এ সংক্রান্ত আইন কঠোরভাবে বাস্তবায়ন করে নারীদের রক্ষা করতে হবে।
টিপ্পনী
খবর:(দর্শনা রেলবন্দরের সীমানা পাঁচিল নির্মাণকাজে অনিয়মের অভিযোগ) সরকারি টাকা পেয়ে ঠিকাদার খুশি, এই সব টাকা দিয়ে মাস্তানও পুষি। যাক ছাতা গোল্লায় পাঁচিলের কাজ, আমি খুব খাই বাবা সেরা ফাঁকিবাজ। সরকারি মাল-কড়ি যতো পারো লোটো, যেনতেন কাজ শেষে টাকা তুলে ফোটো! -আহাদ আলী মোল্লা
অস্বাভাবিক মৃত্যু : যথেষ্ট সন্দেহের পরও পুলিশ কেন নীরব?
একা এক জীর্ণ কুঠিরে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে তার মাসহ নিকটজনেরা দাবি করলেও পুলিশ তা বিশ্বাস করেনি, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করেছে। অপর এক স্কুলছাত্রীর লাশ পুকুর থেকে উদ্ধারের পর তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে জোর গুঞ্জন উঠলেও তা কানে নেয়নি পুলিশ। শুধু কী তাই? স্কুলছাত্রীকে জিনে হত্যা করে পুকুরে ফেলেছে… Continue reading অস্বাভাবিক মৃত্যু : যথেষ্ট সন্দেহের পরও পুলিশ কেন নীরব?
নারী পাচার : দরকার অঞ্চলভিত্তিক পর্যাপ্ত কর্মসংস্থান
দেশের কতোজন নারীকে পড়শি দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পাচার করা হয়েছে? পরিসংখ্যান নেই। ভারত থেকে দেশে ফেরত দেয়া বা আনা নারীর সংখ্যা যে হারে বাড়ছে তা চমকে ওঠার মতোই। শুধু ভারত থেকে ফেরত আনা হচ্ছে তাও নয়, পাচারমুখি বহু নারী সীমান্তরক্ষী বিজিবির তৎপরতায় পাচার থেকে রক্ষাও পাচ্ছে। রক্ষা পাওয়া নারীও অসংখ্য। মধ্যপ্রাচ্যে পাচার… Continue reading নারী পাচার : দরকার অঞ্চলভিত্তিক পর্যাপ্ত কর্মসংস্থান
টিপ্পনী:
খবর: (ঝিনাইদহে দেড় কোটি টাকা হাতিয়ে এহসান সোসাইটি লাপাত্তা) এদিক ওদিক যাইতাছিলা মন খুলে গান গাইতাছিলা পেট ফুলিয়ে খাইতাছিলা নগদ নগদ পাইতাছিলা। অসৎ পথে হাঁটতাছিলা লোকের দলিল ঘাটতাছিলা পরের পকেট কাটতাছিলা সুযোগ বুঝে বাটতাছিলা। মজায় মজায় হাসতাছিলা খুশির খেয়ায় ভাসতাছিলা মাঝে মাঝে আসতাছিলা বেশতো ভালোবাসতাছিলা এখন কেন পাত্তা নাই; বাড়া ভাতে দিলে ছাই। -আহাদ আলী… Continue reading টিপ্পনী:
বিশ্ববাসীকে শিক্ষা দেয়ার সুযোগ কাজে লাগাতে হবে
মানুষ বাড়ছে, বনবাদাড়সহ আবাদী জমি কমছে। সুবজে ভরা ভূমিতে গড়ে উঠছে আবাসস্থল, কলকারখানা। পরিবেশ ভারসাম্য হারালেও মানুষের প্রয়োজনেই মানুষ সর্বগ্রাসী হয়ে উঠছে। মানুষ কবে থেকে সর্বগ্রাসী? মানুষ যেদিন মানুষ হয়েছে অর্থাৎ সভ্যতার আতুরঘর থেকেই শুরু ভারসাম্য হ্রাস বা গ্রাস। পরিবেশের ভারসাম্য রক্ষা করতে না পারলে মানুষ বাঁচতে পারবে না- এটা বুঝতে বড্ড দেরি হলেও… Continue reading বিশ্ববাসীকে শিক্ষা দেয়ার সুযোগ কাজে লাগাতে হবে
টিপ্পনী
খবর:(আলমডাঙ্গার পূর্বকমলাপুর ব্রিজমোড়ে গণহারে চাঁদা দাবি) চাঁদা খায় দাদা বাবু ঘরে শুয়ে-বসিয়া, আল্লাদে আটখানা হাসি পড়ে খসিয়া। পকেটের ভাব বুঝে টাকা নেয় তুলিয়া, তাই তো গো দিনদিন পেট যায় ফুলিয়া। আইনের লোকগুলো গেলো কোথা হটিয়া, নাকি ওরা মাল নিয়ে গেছে সব পটিয়া? -আহাদ আলী মোল্লা