মেহেরপুরে কৃষকদের মাঝে সজনের চারা বিতরণ

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের আলমপুর গ্রামে কৃষকদের মাঝে উন্নতজাতের সজনের চারা বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রামের আইপিএম ক্লাবের সামনে ৪শ জন কৃষকদের মাঝে ওই চারা বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা একেএম কামরুজ্জামান, উপসহাকারী কৃষি কর্মকর্তা আশরাফুল ইসলাম, আবু সালেহ, সোলাইমান হোসেন প্রমুখ।