চাকরি জাতীয়করণের দাবিতে মেহেরপুরে এক্সট্রা মোহরার অ্যাসোসিয়েশনের কলমবিরতি

মেহেরপুর অফিস: চাকরি জাতীয়করণের দাবিতে ১৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত অর্ধদিবস কলমবিরতি পালন করেন এক্সট্রা মোহরার (নকল নবিশ) অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখা। একই সাথে গতকাল বৃহস্পতিবার দুপুরে তারা রেজিস্ট্রি অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করেন। গতকাল সকাল ১০টা থেকে মেহেরপুর সাব রেজিস্ট্রি অফিসের সামনে নকল নবিশরা তাদের দাবি-দাওয়া আদায়ে কলমবিরতিসহ অবস্থান ধর্মঘট পালন করেন। উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শাখার সভাপতি মিজানুর রহমান হিরন সহসভাপতি রোকসানা কামাল, সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ পিয়াস, সহসভাপতি আব্দুস সবুর, হাফিজুর রহমান, যুগ্মসম্পাদক ফিরোজ খান, মহিলা বিষয়ক সম্পাদিকা রোজিফা আক্তার, ক্রীড়া সম্পাদক আজিজুল হক, সদস্য সাবিহা, আকাশ খান, আব্দুল মোমিন, তানিয়া আখতার, লিলিফা খাতুন, শিরিনা খাতুন, রাজিয়া খাতুন প্রমুখ। জেলা শাখার সভাপতি মিজানুর রহমান হিরন আরো জানান, আগামী ২৪ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তারা পূর্ণদিবস কলমবিরতি পালন করবেন।