গুলি ও জালনোট রাখার অপরাধে মেহেরপুর একব্যক্তির ৭ বছরের কারাদণ্ড

মেহেরপুর অফিস: গুলি ও জালনোট রাখার অপরাধে পাবনা জেলার কামার গ্রামের হেলাল উদ্দিনকে সাত বছরের সশ্রম করাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের স্পেশাল ট্রাইব্যুনাল ২য় আদালতের বিজ্ঞ বিচারক টিএম মুসা ওই আদেশ দেন। দণ্ডাদেশপ্রাপ্ত হেলাল উদ্দিন পাবনা জেলার কামার গ্রামের নোয়াব আলী ছেলে।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১০ সালের ২৪ আগস্ট বিকেলে গাংনী উপজেলার সাহেবপুর গ্রাম থেকে পীরতলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই ওয়ালির রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে আসামি হেলাল উদ্দিনকে ৩ রাউন্ড গুলি ও ৩টি জাল টাকার নোটসহ তাকে আটক করেন। পরের দিন এসআই ওয়ালিউর রহমান বাদী হয়ে হেলাল উদ্দিনকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ে করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আদালতে অভিযোগ দাখিল করেন। মামলার ৬ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি ছিলেন অতিরিক্ত পিপি অ্যাড. কাজি শহিদুল্লাহ হক এবং আসামি পক্ষের কৌসুলী ছিলেন অ্যাড. শফিকুল  ইসলাম।