মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ৩ জনের কাছ থেকে অর্থ আদায়!

আবার ফেনসিডিলসহ আসামি গ্রেফতার করলেন দামুড়হুদার দারোগা মনির

দর্শনা অফিস: দামুড়হুদার দারোগা মনিরের বিরদ্ধে আবারো মাদকচক্রের নিকট থেকে অর্থবাণিজ্যের অলিখিত অভিযোগ পাওয়া গেছে। গুঞ্জন উঠেছে, ফেনসিডিলসহ একজনকে গ্রেফতার করলেও টাকা বাগিয়ে নিয়েছেন ৩ জন চিহ্নিত মাদককারবারীর কাছ থেকে।

দামুড়হুদা থানার এসআই মনির হোসেন গতপরশু বুধবার বিকেলে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার আ. জলিলের ছেলে মোজাম্মেল হককে। অভিযোগ উঠেছে, পুলিশ গ্রেফতারকৃত মোজাম্মেল হকের দেহতল্লাশি চালিয়ে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ ঘটনায় এসআই মনির হোসেন বাদী হয়ে ওই দিনই মোজাম্মেল হকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ফেনসিডিল উদ্ধার দেখানো হয়েছে মাত্র ৬ বোতল। আবারো প্রশ্ন উঠেছে, বাকি ১৮ বোতল ফেনসিডিল গেলো কোথায়? ফেনসিডিলের এ মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ার ইজাজুলের ছেলে অভিযুক্ত মাদককারবারী বজলুসহ ৩ জনের কাছ থেকে ৩০ হাজার টাকা অর্থবাণিজ্যের অভিযোগ উঠেছে দারোগা মনিরের বিরুদ্ধে। মামলা থেকে রক্ষা পেতে দর্শনা বাসস্ট্যান্ড থেকে ওই দিনই সন্ধ্যায় বিকাশের মাধ্যমে ৩ মাদককারবারী মনিরকে টাকা পরিশোধ করে বলেও উঠেছে অভিযোগ। দারোগা মনিরের বিরুদ্ধে কেউ কিছু বললেই নাকি তাকে বিভিন্ন মামলায় ফাঁসানোর পাঁয়তারায় মেতে ওঠেন তিনি। যে কারণে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। দারোগা মনিরের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা পুলিশ সুপারের আবারও দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।