ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের নাশকতা ঠেকাতে আনসার সদস্য মোতায়েন করেছেন স্থানীয় উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার থেকে তারা দায়িত্ব পালন করছেন। কালীগঞ্জ উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ইস্কেনদার কামাল ও থানার এসআই ইমরান হোসেনের নেতৃত্বে ৭২ জন আনসার সদস্য বারোবাজার রেলস্টেশন থেকে সুন্দরপুর রেলস্টেশন পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার রেলপথের নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, সারাদেশে জামায়াত-শিবির ও বিএনপির ডাকা অবরোধে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে রেললাইনে নাশকতা করা হচ্ছে। এ নাশকতা ঠেকাতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কালীগঞ্জে এরিয়ায় আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলা প্রশাসনের দুজন কর্মকর্তার তত্ত্বাবধানে ৭২ সদস্যের আনসার সদস্যের টিম দিন-রাত ২৪ ঘণ্টা পাহারার দায়িত্বে থাকবেন। বিশেষ করে যেসব স্থানে ব্রিজ, কালভার্ট রয়েছে সেখানে সব সময় আনসার মোতায়েন থাকবে। অন্যরা পায়ে হেঁটে সমস্ত পথ টহল দেবেন।
উল্লেখ্য, ইতঃপূর্বে অবরোধকারীরা মোবারকগঞ্জ রেলস্টেশনসহ একাধিক স্থানে নাশকতা সৃষ্টি করেছিলো। তাই ট্রেনের যাত্রীদের জান-মালের নিরাপত্তার স্বার্থে প্রশাসন এ ব্যবস্থা গ্রহণ করেছে।