অহিদুল ইসলাম বিশ্বাসের বাড়ির সামনে কটকেল বিস্ফোরণ!

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পর বলেছে ঘটনাটি রহস্যজনক

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য অহিদুল ইসলাম বিশ্বাসের বাড়ির সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। অভিযোগ করা হয়েছে, গতরাত পৌনে ৮টার দিকে মহিলাকলেজপাড়াস্থ বাড়ি লক্ষ্য করে দুটি ককটেল ছুড়ে মারে অজ্ঞাত পরিচয়ের দুর্বৃত্ত। তবে এতে হতাহতের ঘটনা ঘটেনি।

অহিদুল ইসলাম জানান, রোববার বিকেলে ক্ষমতাসীন দলের ক্যাডারদের হাতে শঙ্করচন্দ্র ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলাম খুন হয়েছেন। ওই খুনের ঘটনায় করণীয় বিষয়ে দলীয় নেতাকর্মীদের সাথে বৈঠক চলাকালে বিকট শব্দে দুটি ককটেল হামলা চালানো হয়। যার একটির আঘাতে বৈঠকখানার লাইট ভেঙে যায়। অপরটি রাস্তায় বিস্ফোরিত হয়। ঘটনার পরপরই স্থানীয় ছাত্রদলে বেশ কিছু নেতা-কর্মী বিক্ষোভ প্রদর্শন করেন।

এদিকে চুয়াডাঙ্গা সদর থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সরেজমিন পরিদর্শন করে জানান, ককটেল বা বোমার কোনো স্পিলিন্টার পাওয়া যায়নি। বিষয়টি রহস্যজনক।