খবর:(বিয়ের কাবিননামা বিনষ্ট করায় চুয়াডাঙ্গার নিকাহ রেজিস্ট্রার কাজি নাসিরসহ চারজনের বিরুদ্ধে মামলা)
কাজির মাথায় বুদ্ধি মেলা
ওরা কাজের ঢেঁকি,
মাঝে মাঝে ছিঁড়ে কেটে
কম্ম করেন সে কী!
লেবাসধারী কাজি সাহেব
ঘটান কী সব ছি ছি,
সামান্য কয় টাকা খেতে
নামেন খুবই নিচি।
কয়েদখানায় আটক হয়ে
হোক না যতোই জেল,
দুষ্ট কাজি নষ্ট কাজির
হবে না আক্কেল!
-আহাদ আলী মোল্লা