খবর:(মিথ্যা তথ্য দিয়ে দামুড়হুদা ইউনিয়ন পরিবার কল্যাণ সহকারীর চাকরি গ্রহণ)
চাকরি নিলেন পয়সা দিয়ে
ঠিক ঠিকানা ভুয়া,
এখন যদি রাতারাতি
কর্মটা যায় খুয়া।
কোথায় যাবেন অফিস ছেড়ে
হারিয়ে গেলে পুঁজি,
গোটা সমাজ করবে ছি. ছি
লজ্জা পাবেন বুঝি?
লজ্জা পেলে চলবে না গো
শক্ত করে ধরো,
পারলে কিছু ক্যাশ সেলামি
পর পকেটে ভরো।
-আহাদ আলী মোল্লা