দু লাখ টাকার জন্যগুলি করে তিন জনকে খুন!

 

স্টাফ রিপোর্টার: মামা-ভাগ্নেদ্বন্দ্বের কারণে মগবাজারে খুন হয়েছেন তিনজনএদের কেউ ওই মামা-ভাগ্নেরআত্মীয় ননতবে মামার কাছ থেকে জমিসহ চারটি ঘর কেনায় নিহত রানু আক্তারবৃষ্টির কাল হয়েছেআর বাকি দুজন কারও সাথে-পাছে ছিলেন নাতারপরওমামা-ভাগ্নের দ্বন্দ্বের বলি হয়েছেন তারারেলওয়ের দখলকৃত জমি বিক্রিরটাকার ভাগাভাগি নিয়ে প্রায় ৭ মাস ধরে চলছিল মামা-ভাগ্নের এই দ্বন্দ্বসেইথেকে একে অপরকে দেখে নেয়ার হুমকিও দিচ্ছিলেনএই ভাগ্নে হচ্ছেন মগবাজারেরমূর্তিমান আতঙ্ক কালা বাবুআর তার মামা হলেন রনি

জমি বিক্রির ভাগেরটাকা না পেয়ে গত মার্চ মাসে মামা রনিকে শাসাতে রানুর বাসার গেটে এক রাউন্ডগুলিও করে ভাগ্নে কালা বাবুএতেও টাকা দিতে রাজি হয়নি রনিএ ঘটনায় রানুবাদী হয়ে রমনা থানায় মামলাও করেছিলেনরনির থেকে টাকা না পেয়ে রানুর কাছেজমি বাবদ দু লাখ টাকা চাঁদা দাবি করে কালা বাবুআর ওই টাকা না দেয়ায়বৃহস্পতিবার রাতে খুন হন রানুসহ তিনজননিহত রানুর স্বজনদের আর্তি- রানুটাকা দিয়ে জমিসহ ঘর কিনেছেতাকে কেন খুন হতে হল? কালা বাবু বোঝাপড়া করবেরনির সাথেরানুকে কেন খুন করল? রানুর ভাড়াটিয়া বিল্লাল হোসেন ও বিল্লালেরবন্ধু মুন্নাও তো কোনো দোষ করেনিতাদেরও নির্বিচারে গুলি করেছে কালা বাবুও তার লোকজননিহত রানুর ভাই রিপন হোসেন ও শামীম হোসেন ওরফে কালা চাঁনেরাথে আলাপ করে জানা গেছে উল্লিখিত সব তথ্য
নিহত তিন পরিবারের সদস্যরাএকে অপরের পরিবারকে ভালো করে জানেন না, চেনেনও নাযদিও একই ঘটনায় নিহতহয়েছেন তিনজনআর আহত হয়েছেন রানুর ছোট ভাই হৃদয়আশংকাজনক অবস্থায় তাকেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছেশুক্রবার সকালে নিহতদের লাশময়নাতদন্তর জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেয়া হয়মর্গে কান্নায়ভেঙে পড়েন স্বজনরা

একাধিক এলাকাবাসী জানান, কয়েক বছর আগে মগবাজারেরসোনালীবাগে রেলওয়ের জমি এক সাথে দখল করে কালা বাবু ও রনিওই জমির পরিমাণসোয়া এক কাঠাজমিতে চারটি সেমি পাকা ঘর তোলা হয়প্রায় ৭ মাস আগে রনি চারলাখ ৭০ হাজার টাকার বিনিময়ে রানু আক্তার ও রানুর ভাই শামীম হোসেনের কাছেবিক্রি করেরনির ৭৮/২ নম্বর বাড়িতে ভাড়া থাকেন রানু-শামীমসেই সুবাদেরেললাইনের ধারে রেলওয়ের দখলকৃত ওই জমিসহ ঘর কেনে তারাএই জমি বিক্রি করেপুরো টাকা রনি নিজে নেয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে কালা বাবুকারণ ওই জমি রনি-কালাবাবু এক সঙ্গে দখল করেছিলরনির কাছে জমির বিক্রিত টাকার অর্ধেক ভাগ দাবিকরে বাবুরনি তা দিতে রাজি হয়নিনিয়েই মূলত দ্বন্দ্বরনির কাছে টাকারভাগ না পেয়ে রানু আক্তারের কাছে দু লাখ টাকা চাঁদা দাবি করে বাবু

শুক্রবারদুপুরে নিহত রানুর ভাই শামীম বলেন, বাবু আমার বোনের কাছে দু লাখ টাকাচাঁদা দাবি করেছিলবলেছিল, ওই জমি রনির একা নয়, রনিকে টাকা দিয়েছ, আমাকেওদিতে হবেদু লাখ টাকা দিলে জমি ভোগ করতে পারবা, নয়লে ঘর থেকে বের হয়েযেতে হবেএই টাকা রানু তাকে দিতে রাজি হয়নিরানু তাকে বলেছিলেন, এক জমিকয়বার কিনতে হবে, রনির সঙ্গে বোঝাপড়া করে নেয়ার জন্য বলেছিলেন রানুটাকানা পেয়ে রানুকে ঘর ছেড়ে যেতে কয়েকবার হুমকিও দিয়েছে বাবুএকইসঙ্গে রনিকেওশাসিয়েছেরানুর আরেক ভাই গাড়িচালক রিপন হোসেন জানান, রনি ও রানুর কাছথেকে দাবিকৃত টাকা না পেয়ে রানুকে গুলি করে খুন করেছে বাবু ও তার লোকজনএকই সঙ্গে বিল্লাল ও মুন্নাকে খুন করেরিপন আরও জানান, কেনার পর চারটি ঘরভেঙে তিনটি ঘর করে ভাড়া দেয়া হয়েছিলএকটি ঘরের ভাড়াটিয়া বিল্লালঘটনারআগে বিল্লালের বন্ধু মুন্না তার কাছে বেড়াতে আসেন
শুক্রবার সকালে ঢাকামেডিকেল কলেজ হাসপাতলে গিয়ে দেখা যায়, নিহতের স্বজনরা মর্মাহতকাঁদছেসবাইনিহত মুন্নার স্ত্রী ইতি আক্তার বলেন, তারা স্বামী-স্ত্রী মালিবাগচৌধুরীপাড়ায় থাকেনতবে সেপ্টেম্বর মাসে বিল্লালের পাশের রুমে তাদের ভাড়ায়ওঠার কথাসেকারণে বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্না বিল্লালের কাছে বাসাসম্পর্কে জানতে যায়রাত ৯টার দিকে তিনি (ইতি) খবর পান মুন্না গুর্লিবিদ্ধহয়েছেরাতেই হাসপাতালে ছুটে যানততক্ষণে মুন্না মারা গেছেনইতি বলেন, আমার স্বামী তো কোনো অন্যায় করেনিআমার স্বামীকে মেরে আমাকে যারা বিধবাকরেছে আমি তাদের ফাঁসি চাইনিহত বিল্লালের মা মমতাজ বেগম বলেন, বিনা দোষেখুন হয়েছে আমার ছেলেসাধারণ মানুষের আজ নিরপত্তা নেইতিনি ছেলেহত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন