জীবননগর ব্যুরো: গতকাল শনিবার জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। জীবননগর ইউএনও নুরুল হাফিজ এ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত ১৩ জন ব্যবসায়ীকে ১৩ হাজার ৭শ টাকা জরিমানা করেন। আদালত পরিচালনাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রি এবং লাইসেন্সবিহীন অবস্থায় বেকারি ব্যবসা পরিচালনার অভিযোগে আরিফ ফুডকে ২ হাজার ৫০০ টাকা, মুজাহিদ ফুডকে ৫ হাজার টাকা ও হযরত বেকারিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় বেকারি সামগ্রী বিক্রেতা লিটন স্টেশনারিজকে ১ হাজার টাকা, রাস্তার ওপর তেলের ব্যারেল রেখে যাতায়াতে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযেগে রানা স্টোরকে ১ হাজার টাকা, মহাসড়ক দখল করে অবৈধভাবে ফলের ব্যবসা পরিচালনার অভিযোগে আনারস ব্যবসায়ী আতিয়ার রহমানকে ৫শ টাকা, ফারুক মিয়াকে ৫শ টাকা, ইব্রাহিমকে ৫শ টাকা, আলী আহাম্মদকে ৫শ টাকা, দাড়িপাল্লায় ছড় ব্যবহার করায় মাংসবিক্রেতা শুকুর আলীকে ৫শ টাকা, তরিতরকারি বিক্রেতা আলেক উদ্দিনকে ২শ টাকা, আলী আহাম্মদকে ২৫০ টাকা ও আবুল কাশেমকে ২৫০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। জীবননগর থানার এসআই আবুল হাশেম এসময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।