দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও রেলবন্দরের সীমানা পাঁচিল নির্মাণকাজ পরিদর্শনকালে এমপি টগর

জনগণের রক্ত ঘামানো টাকায় নির্মাণাধীন কাজে দর্নি কোনভাবে বরদাস্ত করা হবেনা

 

দর্শনা অফিস: দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দীর্ঘদিন ধরে রয়েছে লুটেরাচক্রের দখলে। রেলওয়ে নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করেও কোনো সুফল হয়নি। লুটেরাদের ঠেকাতে বারবার হিমসিম খেতে হয়েছে নিরাপত্তা বিভাগকে। দর্শনার সুনাম অক্ষুণ্ণ রাখতে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগরের চেষ্টায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে অনুমোদন করা হয় সীমানা পাঁচিল নির্মাণ কাজের। ফলে এ কাজের জন্য সরকার বরাদ্দ দিয়েছে প্রায় কোটি টাকা।

দর্শনা রেলইয়ার্ড ৩ হাজার ৯২২ ফুট দৈর্ঘ্য, সাড়ে ৮ ফুট পাঁচিল ও তার ওপর সাড়ে ৩ ফুট তারকাঁটা বিশিষ্ট সীমানা পাঁচিল নির্মাণকাজ খানেকটা গোপনেই শুরু করা হয়। প্রায় ১ কোটি টাকা ব্যয়ে এ নির্মাণকাজের অনুমোদন পেয়েছেন পাকশীর ঠিকাদার প্রতিষ্ঠান আব্দুর রহমান। অভিযোগ উঠেছে, অনেকটা রাতের আঁধারেই গোপনে নিম্নমানের সামগ্রী দিয়ে শুরু করা হয় নির্মাণকাজ। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পুকুর চুরির অভিযোগ ওঠে।এলাকাবাসীর অভিযোগ তোয়াক্কা না করে নিজেদের খেয়ালখুশি মতোই পুরোদমে চলছে নির্মাণকাজ। কাজ দেখভালকরণের জন্য দায়িত্বশীল কোনো কর্মকর্তাকে এখনো পর্যন্ত দেখা যায়নি। গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে নির্মাণকাজের পরিদর্শন করেন রেলপথ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য এমপি হাজি আলী আজগার টগর। ঘটনাস্থলে গেলে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে এমপি টগরের কাছে একের পর এক অভিযোগ করা হয়। এ সময় এমপি টগর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে উন্নয়নমূলক কার্যক্রম রয়েছে চলমান। দেশের উন্নয়ন নস্যাৎ করতে গুটিকয়েক অসাধু ব্যক্তি পাঁয়তারা চালালেও তা শক্ত হাতে দমন করা হচ্ছে। তেমনিভাবে দর্শনা রেলইয়ার্ডের সীমানা পাঁচিল নির্মাণকাজের দুর্নীতি ধরা পড়লে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। জনগণের রক্তে ঘামানো টাকায় নির্মাণকাজের কোনো দুর্নীতি বরদাস্ত করা হবেনা। এ সময় এমপি টগরের সাথে ছিলেন-দর্শনা আর্ন্তজার্তিক স্টেশন মাস্টার মীর লিয়াকত আলী, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, অ্যাড. আবু তালেব, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, শফিকুল আলম, বিল্লাল হোসেন, ইস্রাফিল হোসেন, যুবলীগ নেতা আব্দুল হান্নান ছোট, আজিজুর রহমান বাবু, শেখ আসলাম আলী তোতা, আব্দুস সালাম ভুট্রো, মামুন শাহ, ফয়সাল, আমিরুল, আসাদুল, ছাত্রলীগ নেতা রফিকুল ইসলাম ববি, নাহিদ পারভেজ, লোমান, রবিউল, সাগর প্রমুখ।