দামুড়হুদার বাসস্ট্যান্ডে ধরা পড়েছে পেঁচাপাখি : অতঃপর উল্লাস

 

তাছির আহমেদ: দামুড়হুদার বাসস্টান্ডে ধরা পড়েছে এতদাঞ্চলের বিলুপ্তপ্রায় পেঁচাপাখি। গতকাল বিকেলে স্থানীয় দু যুবকের হাতে পাখিটি ধরা পড়ে। পাখিটিকে দেখতে অনেকেই ছুটেন ঘটনাস্থলে। বর্তমানে ভীত সন্ত্রস্ত অবস্থায় পাখিটি খাঁচায় বন্দি রয়েছে।

জানা গেছে, দামুড়হুদা বাসষ্টান্ডের উত্তর দিকে খুশি ফার্নিচারের দোকানের পেছনে সবুর মিয়ার আমগাছে এ পাখিটি গতকাল বিকেলে বসে ছিলো। স্থানীয় এক গৃহবধূ প্রথমে পাখিটিকে দেখে ভয় পান। তিনি এ পাখির অবস্থান সম্পর্কে স্থানীয়দের জানালে আশরাফুল ও আলমগীর নামের দু যুবক এগিয়ে যেয়ে পাখিটিকে হাত দিয়ে ধরে। এ খবর দ্রুত এলাকায় ছড়ালে বিশালাকার পাখিটিকে দেখতে মানুষ ভিড় করে। পাখিটি দামুড়হুদা বাসষ্টান্ডের বিশ্বাস পোল্ট্রি কর্নারের খাঁচায় বর্তমানে বন্দি রয়েছে।