আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে নেশাদ্রব্য বিক্রয় ও ক্রয়ের অপরাধে দুজনের কারাদণ্ড

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নেশাদ্রব্য বিক্রয় ও ক্রয়ের অপরাধে দুজনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। গতকাল বুধবার আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

জানা গেছে, আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর পূর্বপাড়ার মৃত আয়ুব আলীর ছেলে রঙ মিস্ত্রি আব্দুর রশিদ শহরের হাইরোডের এক হোমিও ডা. আজিবার রহমানের নিকট থেকে পাঁচ বোতল নেশার সিরাপ ক্রয় করে যাওয়ার সময় তাকে আলমডাঙ্গা থানার এসআই আফজাল আটক করে। আটকের পর আব্দুর রশিদের স্বীকারোক্তিতে হোমিও ডাক্তার আজিবারকে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুজনকে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেনে।

Leave a comment