গাংনীতে মাদকব্যবসায়ী রশিদের দুই বছর কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: আব্দুর রশিদ (৪৫) নামের এক মাদকব্যবসায়ীকে দুই বছর কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের ভ্রাম্যমাণ আদালত। ১শ গ্রাম গাঁজাসহ গ্রেফতারের পর গতকাল বুধবার বিকেলে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আব্দুর রশিদ গাংনী উপজেলার গরিবপুর গ্রামের আব্দুস সামাদ শেখের ছেলে।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে বামন্দী ক্যাম্পের সড়ক থেকে ১শ গ্রাম গাঁজাসহ রশিদকে গ্রেফতার করে বামন্দী পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই আলী রেজা। পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। তাকে দোষী সাব্যস্ত করে দুই বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। দণ্ডিত রশিদকে আজ বৃহস্পতিবার মেহেরপুর কারাদারে প্রেরণ করা হবে।