দেশে নাসকতা করতে চাইলে তাদের কঠিনভাবে দমন করা হবে

 

অনিক সাইফুল: আলমডাঙ্গার মুন্সিগঞ্জ পশুহাট প্রাঙ্গণে জেহালা ইউনিয়ন জঙ্গি দমন কমিটির উদ্যোগে জঙ্গিবিরোধী আলোচনাসভার আয়োজন করে। সভায় প্রধান অতিথিত বক্তব্য দিতে গিয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন বলেন, বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা আজ দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে ক্ষুন্ন করার জন্য যতো বড় নাসকতার চেষ্টা করুক না কেন তাদের সফল হতে দেয়া হবে না। তাদের কঠর হাতে দমন করা হবে। এছাড়া তিনি আরো বলেন এলাকায় কোন অপরিচিত লোক ঘুরাঘুরি করতে দেখলে ও মসজিদের ঈমাম মসজিদে জঙ্গিবিরোধী আলোচনা করছে কি-না, কারা মাদক বিক্রি করে খোজ নিয়ে নিকটতম পুলিশ ফাড়িঁ অথবা থানায় ফোন করার জন্য উপস্থিত সবাইকে অনুরোধ করেন।

তিনি আরও বলেন, সন্ধার পর আপনার সন্তান কোথায় থাকছে কি করছে কাদের সাথে ঘুরে বেড়াচ্ছে খোজ খবর নিতে হবে। কাউকে বাড়ি ভাড়া দিলে তার পরিচয় ভালোভাবে নিন। ভোটার আইডি কার্ড নিন। বাংলাদেশের স্বাধীনতা বিরোধিরা আজ দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক মহলে ক্ষুন্ন করার জন্য যতো বড় নাসকতার চেষ্টা করুক না কেনো তাদের সফল হতে দেয়া হবে না। তাদের কঠর হাতে দমন করা হবে। আলোচনাসভায় সভাপতি ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আকরাম হোসেন। বিষেশ অতিথি ছিলেন জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক, ইউনিয়ন জঙ্গি দমন কমিটির সভাপতি হাসানুজ্জামান হান্নান। বীর মুক্তিযোদ্ধা ইছাহক আলী, লুতফর আলী, আওয়ামী লীগ নেতা আনছার আলী মাস্টার, মজিবার রহমান লাড্ডু, ডাক্তার জাহান আলী, সাকের আলী, রাজ্জাক মেম্বার, ইউনিয়ন যুবলীগের সভাপতি মঈন হাসানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।