স্টাফ রিপোর্টার: ‘যুক্তি যেথায় তরুণ-প্রাণে অনুণ আলোর দীপ্তি’ এ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গা বিতর্ক চর্চা কেন্দ্রের আয়োজনে স্কুল পর্যায়ে বিতর্ক চ্যাম্পিয়ন প্রতীযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতপশু রোববার বিকেলে জেলা শহরের মালোপাড়াস্থ ওয়েভফাউন্ডেশন ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত চ্যাম্পিয়নলিগে অংশ নেয় চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, ভি.জে সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৪টি দল অংশ গ্রহণ করে।
প্রতীযোগিতার দ্বিতীয় পর্বে মেহেরাব্বিন সানভীর নের্তৃত্বে বাতিঘর, মাইমুনা ইসলামের নের্তৃত্বে সৃজনী, তানজিয়া তাসনিম চাঁদনির নের্তৃত্বে সত্যসন্ধ্যানি, নাসমুস সাকিবের নের্তৃত্বে নবযূগ এ ৪টি দল চ্যাম্পিয়ন পর্বে অংশগ্রহণ করে। প্রতীযোগিতায় চ্যাম্পিয়ন দলের গৌরব অর্জন করে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সত্যসন্ধ্যানি দল এবং প্রথম রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের বাতিঘর দল।
প্রতীযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, মহেশপুর পদ্মপুকুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ মো. হাফিজ উদ্দিন, প্রগতি লেখক সংঘের সাধারণ সম্পাদক কাজল মাহামুদ, আবৃত্তি পর্যদের পরিচালক সাংবাদিক মরিয়ম শেলী, ওয়েভফাউন্ডেশনের সমন্ময়কারী হাবিবি জহির রায়হান, সহ-সমন্ময়কারী সাহেদ জামাল, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মজিবুল হক।