দামুড়হুদায় গাছের নিচে চাপা পড়ে আহত বুদোর আর্থিক সহায়তা প্রদান

 

দামুড়হুদা প্রতীনিধি: দামুড়হুদার ছয়ঘরিয়ায় গাছের নিচে চাপা পড়ে আহত ভূমিহীন দিনমজুর বুদোর পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেয়া হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের পক্ষ থেকে দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান আহত বুদোর পরিবারের হাতে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৫ হাজার টাকা তুলে দেন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, উপসহকারী প্রকৌশলী (দূর্যোগ) নুরুজ্জামান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রোববার বিকেলে প্রচণ্ড দাবদাহের পর আচমকা দমকা ঝড় শুরু হয়। ওই দমকা ঝড়ে উপজেলার ছয়ঘরিয়া গ্রামের শতবর্ষী একটি আম গাছ ভেঙে পড়ে ওই গ্রামের ভূমিহীন আইজুদ্দিনের দু ছেলে ভূমিহীন দাউদ ও তার সহোদর বুদোর ছাপড়া ঘরের ওপর। এ ঘটনায় দু ভাইয়ের মধ্যে দাউদের মর্মান্তিক মৃত্যু হয় এবং গুরুত্বর আহত হন বুদো। নিহত দাউদের লাশ ওই রাতেই স্থানীয় কবরস্থানে দাফন করা হলেও আহত বুদো বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

Leave a comment