স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট, জাতীয় শিক্ষক সমিতিসহ কয়েকটি শিক্ষক সংগঠনের উদ্যোগে শিক্ষা জাতীয় করণের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত বুধবার সকাল ১১টায় চুয়াডাঙ্গা জেলা শহরের একাডেমি মোড়ে শিক্ষকদের বিশাল এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় চুয়াডাঙ্গা একাডেমির প্রধান শিক্ষক সুকেশ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্টের স্কুল ও কলেজ শাখার সমন্বয়কারী প্রফেসর লুৎফর রহমান, জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক একেএম আলী আখতার, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানা, শিক্ষক নেতা ফজলুল হক, রাশেদুল ইসলাম, কলেজ শাখার সহ-সভাপতি রোকনুজ্জামান, ক্যাশিয়ার অজিজুল হক, দফতর সম্পাদক খসরুরজ্জামানসহ বিভিন্ন শিক্ষক নেতাগণ। নেতারা বলেন, আগামী ৩০ এপ্রিল সকল উপজেলায় একই দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।