দর্শনা অফিস: দর্শনা বিজিবি সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রাইভেটকারে ফেনসিডিলসহ একজনকে আটক করেছে। আটক মনজুর বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বিজিবি। উদ্ধারকৃত ফেনসিডিলের পরিমাণ জানতে না পারলেও ভারতীয় রুপি, ডলার ও টাকা উদ্ধারের কথা জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে দর্শনা মেমনগরে একটি সমিলের সামনে স্ট্রিল রঙয়ের ঢাকা মেট্রো-গ ২৩-৭৫৫৪ রেজি. নম্বরের একটি প্রাইভেটকারে ফেনসিডিল বোঝাই করা হচ্ছে এ রকম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান দর্শনা বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম। বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে প্রাইভেটকারসহ আটক করেছে দর্শনা ইসলাম বাজার এলাকার আজাহার আলীর ছেলে মনজুরুল ইসলাম মনজুকে। বিজিবির পক্ষ থেকে পরিপূর্ণ তথ্য দেয়া না হলেও মনজুর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে বলেও শোনা গেছে। অভিযোগ উঠেছে ফেনসিডিলের এ চালানের সাথে জয়নগর ও শ্যামপুরের চিহ্নিত ২ মাদককারবারীর সম্পৃক্ততা রয়েছে। সঠিক তদন্ত করলেই বেরিয়ে আসবে এ চালানের সাথে জড়িতদের নাম পরিচয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজিবির উর্দ্ধতন কর্মকর্তার উপস্থিতিতে প্রাইভেটকার তল্লাশির অপেক্ষায় ছিলো দর্শনা বিজিবি সদস্যরা।