জীবননগর ব্যুরো: স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এলজিইডির জীবননগর অফিসের আওতায় আরইআরএমপি-২ প্রকল্পের প্রধম পর্যায়ের মহিলা কর্মীদের সঞ্চয়ের চেক বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে মহিলাদের হাতে এ চেক তুলে দেন।
ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, উপজেলা প্রকৌশলী অহীন্দ্র কুমার দত্ত ও ওসি (তদন্ত) গোলাম মোহাম্মদ। এছাড়াও আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন, উথলী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হান্নান, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জত হোসেন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ও সীমান্ত ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান এ সময় উপস্থিত ছিলেন।