সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে অবহিতকরণসভায় এমপি টগর

বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে দেশ

জীবননগর ব্যুরো: সরকারের সাফল্য, অর্জন ও উন্নয়ন ভাবনা সম্পর্কে জনগণকে অবহিতকরণ ও উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ প্রচার কার্যক্রমের আওতায় আলোচনাসভার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিস গতকাল বৃহস্পতিবার এ অনুষ্ঠানের আয়োজন করে। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ্য সদস্য হাজি আলী আজগার টগর এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি বলেন, স্বাধীন দেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে সোনার বাংলা হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন। তার সেই স্বপ্ন বাস্তবায়নের পূর্বেই একটি চক্র সপরিবারে তাকে হত্যা করে। এরপর দেশ চলেছে নানা প্রতিকূলতার ভেতর। দেশের কোনো উন্নয়ন ঘটেনি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী জোট সরকারকে সাথে নিয়ে দেশের প্রত্যেকটি সেক্টরে উন্নয়ন ঘটিয়েছেন। দেশ এগিয়ে চলেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাস্তবায়নের পথে।

ইউএনও নুরুল হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত অবহিতকরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, ভাইস চেয়ারম্যান হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকি, ওসি (তদন্ত) গোলাম মোহাম্মদ ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক মুন্সি মাহবুবুর রহমান বাবু। সরকারের সার্বিক সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আনোয়ার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাকি সালাম। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।