কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন চুড়ান্ত হয়েছে। এরা হচ্ছেন, সদর উপজেলার হাটশ হরিপুর এম শম্পা মাহমুদ, আইলচারা ইউনিয়নে মোতালেব হোসেন, বটতৈল ইউনিয়নে মোমিন মণ্ডল, পাটিকাবাড়ী ইউনিয়নে সদর উদ্দিন, মনোহরদিয়া ইউনিয়নে জহিরুল ইসলাম, উজানগ্রাম ইউনিয়নে সাবু বিন ইসলাম, আব্দুলপুর ইউনিয়নে আরব আলী, গোস্মামী দুর্গাপুর ইউনিয়নে দবির বিশ্বাস, ঝাউদিয়া ইউনিয়নে বখতিয়ার হোসেন, আলামপুর ইউনিয়নে আক্তারুজ্জামান ও হরিনারায়ণপুর ইউনিয়নে মহিউদ্দিন আহম্মেদ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন।
অপরদিকে কুমাখালী উপজেলার কয়া ইউনিয়নে সাদিয়া জামিল কনা, শিলাইদহ ইউনিয়নে সালাউদ্দিন তারেক, নন্দলালপুর ইউনিয়নে নওশের আলী, জগন্নাথপুর ইউনিয়নে ফারুক আহম্মেদ, যদুবয়রা ইউনিয়নে শরিফুল আলম, চাপড়া ইউনিয়নে মনির হাসান, চাঁদপুর ইউনিয়নে নজরুল ইসলাম, চরসদিপুর ইউনিয়নে তোফাজ্জল হোসেন মানিক, পান্টি ইউনিয়নে সামিউর রহমান, বাগুলাট ইউনিয়নে আলী হোসেন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা পেয়েছেন। আগামী ৭ মে কুষ্টিয়ার সদর ও কুমারখালী উপজেলাতে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।