ঝিনাইদহের কামতা গ্রামে গৃহকর্তাকে বেঁধে রেখে ডাকাতি

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার কামতা গ্রামে দু বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। সংঘবদ্ধ ডাকাতদল গৃহকর্তাকে বেঁধে রেখে নগত অর্থসহ মোবাইলফোন নিয়ে গেছে। গত শনিবার রাতে এ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রামবাসি জানান, সদর উপজেলার মধুহাটি ইউনিয়নরে কামতা গ্রামে শনিবার রাতে ১০-১২ জনের একদল আস্ত্রধারি ডাকাতদল প্রবেশ করে। ডাকাতদল গ্রামের হঠাতপাড়ায় হুজুর আলীর ছেলে নজরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে এবং ডাকাডাকি করতে থাকে। নজরুল ইসলাম ঘর থেকে উঠানে বেরিয়ে আসতেই ডাকাত দল তাকে জিম্মি করে। বাড়ির উঠানে হাত পাঁ বেঁধে ফেলে রাখে। এ সময় ডাকাত দলের কয়েকজন তার ঘরে প্রবেশ করে জমি বন্ধক রাখার ৩৫ হাজার টাকাও দুটি মোবাইলফোন নিয়ে যাই। পরে একই পাড়ার কাশেমের ঘর জামাই আব্দুল মান্নানের বাড়িতে প্রবেশ করে একইভাবে ঘরে খোঁজাখুজি করতে থাকে। কোন টাকা না পেয়ে দুটি মোবাইলফোন ও হালকা জানের ড্রাইভিং লাইসেন্স নিয়ে গেছে। এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বলেন, ঘটনাটি জানা নেই বা কেউ অবহিত করেনি। তবে খোঁজ খবর নিচ্ছেন বলে তিনি জানান।