দৌলতপুরে আকিজ বিড়ি ফ্যাক্টরি বন্ধ : শ্রমিকদের বিক্ষোভ

 

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে আকিজ বিড়ির দুটি ফ্যাক্টরি কোনো ঘোষণা ছাড়াই বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে ফ্যাক্টরির শ্রমিকরা অবিলম্বে বকেয়া মজুরির ও ফ্যাক্টরি খুলে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছেন।

শ্রমিকরা জানান, তাদের না জানিয়ে গত বৃহস্পতিবার থেকে হোসেনাবাদ ও ফিলিপনগরের দুটি বিড়ি ফ্যাক্টরিই বন্ধ করে দেয়া হয়েছে। এমনকি তাদের বকেয়া মজুরি পরিশোধ করা হচ্ছে না। যে কারণে ফ্যাক্টরি দুটিতে কর্মরত প্রায় সাড়ে ৩ হাজার শ্রমিক-কর্মচারী দিশেহারা হয়ে পড়েছেন। বিড়ি শ্রমিক লালচাঁদ জানান, দীর্ঘদিন ধরে তারা বিড়ি শ্রমিকের কাজ করায় অন্য কোনো কাজ করা তাদের পক্ষে সম্ভব নয়। তাই অবিলম্বে তারা বকেয়া মজুরি পরিশোধ ও ফ্যাক্টরি খুলে দেয়ার দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে ফ্যাক্টরির ম্যানেজার খোনশেদ আলম জানান, কোম্পানির প্রধান কার্যালয় থেকে কোনো বরাদ্দ না আসায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। খুব শিগগিরই বিষয়টির সুরাহা হতে পারে বলেও জানান তিনি।