জীবননগরে কনটেক মিলে বৈদ্যুতিক খুঁটি পড়ে শ্রমিক নিহত

 

 

জীবননগর ব্যুরো/আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগর উপজেলার দেহাটিতে বৈদ্যুতিক খুঁটি তৈরী কারখানা কন্টেক কন্সট্রাকশন মিলে দুর্ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল ৭টার দিকে বৈদ্যুতিক খুঁটি তৈরির লোহার মাথার উপরে পড়ায় কারখানার শ্রমিক মনোয়ার হোসেন মনু (৪৫) নিহত হন।

জানা যায়, গতকাল বুধবার ভোর ৪ টার দিকে উপজেলার দেহাটিতে অবস্থিত বৈদ্যুতিক খুঁটি তৈরী কারখানা কন্টেক কন্সট্রাকশন মিলে শ্রমিকদের কাজ চলাকালীন সময়ে আকশ্মিকভাবে বৈদ্যুতিক খুঁটি তৈরীর লোহার ছাচ গড়িয়ে এসে কারখানা শ্রমিক উপজেলার কাশিপুর গ্রামের মীজা তরফদারের ছেলে মনোয়ার হোসেন মনুর মাথায় পড়ে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭ টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরিবারটিতে শোকের ছায়া নেমে এসেছে।