জীবননগর বাঁকায় মৌমাছির কামড়ে আহত অর্ধশত পথচারি : ৫ জন হাসপাতালে ভর্তি

জীবননগর ব্যুরো: জীবননগর-কালিগঞ্জ সড়কের বাঁকায় মৌমাছির কামড়ে আহত হয়ে ৫ পথচারি হাসপাতালে চিকিৎসাধীন রছেছেন। গতকাল বুধবার সকালে জীবননগর-কালিগঞ্জ সড়কের বাঁকা ব্রিক ফিল্ড নামক স্থানে পথচারিরা যাওয়া-আসার পথে মৌমাছির এ আক্রমনের মুখে পড়েন।

হাসপাতায় সূত্রে জানা যায়, উপজেলার জীবননগর-কালিগঞ্জ সড়কে পথচারিরা যাওয়া-আসার সময় বাঁকা ব্রিক ফিল্ড নামক স্থানে হটাৎ করে মৌমাছি উড়ে এসে পথচারিদের উপর আক্রমন করে। এতে প্রায় অর্ধশতাধিক মানুষ মৌমাছির কামড়ে আহত হন। এর মধ্যে গুরতর অবস্থায় ধোপাখালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৩৫), বদ্যোনাথপুরের আলফাজ উদ্দিনের ছেলে জাহাঙ্গির, হাসাদাহের নাসির উদ্দিনের ছেলে মশিয়ার রহমান (৪৫), জীবননগর শিশু নিলয়ের কর্মচারি রায়হান আলির ছেলে আব্দুল মান্নান ও মেহেরপুর জেলার মুজিবনগরের রশিদপুর গ্রামের মোচের ছেলে হাসমত আলীসহ ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৌমাছির কামড়ে আহত বাকী রোগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেন।