গাংনীতে গৃহবধূর আত্মহত্যা নিয়ে পরিবারের সন্দেহ
গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার কোদাইলকাটি গ্রামের আহাম্মদ আলীর স্ত্রী চুমকি খাতুন (১৮) আত্মহত্যা করেছে বলে স্বামীর পরিবার দাবি করলেও পিতার পরিবার সন্দেহ প্রকাশ করেছে। গত রোববার দিনগত মধ্যরাতে স্বামীর ঘরেই তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ নিশ্চিত হতে গতকালই লাশের ময়নাতদন্ত করানো হয়েছে বলে জানায় পুলিশ।
স্থানীয় ও পুলিশসূত্রে জানা গেছে, আহাম্মদ আলীর স্ত্রী চুমকি খাতুন বিদ্যুতস্পৃষ্টে মারা গেছে বলে তার স্বামীর পরিবার দাবি করে। রাতেই পিতার পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে সন্দেহ প্রকাশ করে। তাকে হত্যা করা হয়েছে বলে সন্দেহ প্রকাশ করলে লাশের ময়নাতদন্তের উদ্যোগ নেয় পুলিশ। গতকালই মেহেরপুর জেনারেল হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হয়। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ময়নাতদন্ত প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষে পরিবার আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।