স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় দুটি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইনে এ জরিমানা করা হয়। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজারের সাইদুর রহমান বকুলের বকুল স্টোর ও কলেজ রোডের আব্দুর রাজ্জাকের পল্লী স্টোরে অভিযান চালানো হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ দুটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন সদর থানার এসআই বদর উদ্দিনসহ সঙ্গীয় ফোর্স।