স্টাফ রিপোর্টার: বিজয়ের মাস। বিজয়ের আমেজ যেন এনে দেয় এ মাসের শুরুর দিকে পতাকা বিক্রি করে বেড়ানো আবুল কাশেম, প্রভাত কুমার, পার্থ বড়ুয়ারা। ডিসেম্বর মানে বিজয়ের মাস এলেই পতাকা হাতে দেখা মেলে ওদের। বাঙালি জাতির বিজয়কে আনন্দঘন করতে দেশব্যাপী জাতীয় পতাকা ছড়িয়ে দেয়াই যেন ওদের কাজ। এদের এমনই একজন আবুল কাশেম, দেশের বাড়ি ফরিদপুর। এবারও চুয়াডাঙ্গায় এসেছেন পতাকা বিক্রি করতে। প্রতি বছর ডিসেম্বর ও মার্চ মাস এলেই তিনি ফেরি করে জাতীয় পতাকা বিক্রি করে বেড়ান। এবারের ডিসেম্বরেও তিনি জাতীয় পতাকা বিক্রি করছেন। বছরের অন্য সময় কসমেটিকস ফেরি করে বিক্রি করেন। একটা বাঁশের লাঠির সাথে বিভিন্ন মাপের লাল-সবুজের পতাকা বেঁধে হেঁটে হেঁটে বিক্রি করছেন তিনি। এ সকল পতাকার দাম ১০ টাকা থেকে শুরু হয়ে ৩০০ টাকা পর্যন্ত। বিজয়ের মাস শুরু হওয়ায় চুয়াডাঙ্গার শহীদ হাসান চত্বরসহ বিভিন্ন এলাকায় ঘুরছেন তিনি। এছাড়া এদেশের অধিকাংশ জেলাতেই লাল-সবুজের পতাকা নিয়ে চলাচল করছে অনেকে। আবুল কাশেম জানান, স্বাধীনতা ও বিজয়ের মাসে পতাকা বিক্রি করে তৃপ্ত হন। ‘বিজয়ের এ মাসে যদি প্রত্যেকের হাতে একটি করে লাল-সবুজের পতাকা তুলে দিতে আর মাথায় একটি করে জাতীয় পতাকা খচিত ব্যাজ বেঁধে দিতে পারতাম তা’হলে পতাকা বিক্রিতে আমার স্বার্থকতা আসতো।’