আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ঘোলদাড়ি কেরু কোম্পানির জমিতে আখ রোপণে ও চাষ কাজের শ্রমিকদের বাধা দেয়া মামলার দু আসামি গ্রেফতার হয়েছে। গত পরশু শুক্রবার রাতে ঘোলদাড়ি পুলিশ ক্যাম্প ইনচার্জ হোসেনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার হোসেনপুরগ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে বাদল (৫৫) ও একই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে জামালসহ (৫৫) কয়েকজন মিলে ১৫/১৬দিন আগে কেরু কোম্পানির জমিতে আখ রোপণকারী ও জমি চাষ শ্রমিকদের বাধা প্রদান করে তাড়িয়ে দেয়। পরে ফার্ম ইনচার্জ আবুল কালাম কোম্পানির প্রশাসনকে জানালে এ বিষয়ে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গত শুক্রবার রাতে ঘোলদাড়ি ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম হোসেনপুর গ্রামের অভিযান চালিয়ে বাদল ও জামালকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গতকালই তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়।