পদের জন্য নয় ত্যাগের মাধ্যমে কমিটি গঠন করতে হবে

বিএনপির কমিটি গঠনের লক্ষ্যে গাংনীতে মতবিনিময়কালে আমজাদ হোসেন

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, সকল ভেদাভেদ ভুলে ভাতৃত্ববোধ নিয়ে দলের জন্য এগিয়ে আসতে হবে। তৃণমূল থেকে দলকে শক্তিশালী করতে না পারলে আন্দোলনে সফলতা আসবে না। তৃণমূলের কমিটিগুলো শক্তিশালী হলে আগামী আন্দোলনের মূল চালিকাশক্তি হিসেবে ভুমিকা রাখতে পারবে। তাই শুধুমাত্র পদের কথা না ভেবে ত্যাগের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। দক্ষ ও নিবেদিত নেতাকর্মীদের দলের কমিটিতে যোগ্যস্থান দেয়া একান্ত জরুরি। তৃণমূল থেকে দলকে অধিকতর সংগঠিত ও সক্রিয় করতে কেন্দ্রের নির্দেশনায় নতুন কমিটি গঠনের লক্ষ্যে বিএনপির বিভিন্ন ইউনিট নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় গাংনী উপজেলা বিএনপির ওয়ার্ড, ইউনিয়ন ও পৌরসভার সকল ইউনিটের নেতৃবৃন্দ কমিটি গঠন ও আগামী আন্দোলনের বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতামত ও পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রাজ্জাক, আব্দুর রউফ, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক সাহারবাটি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, সাংগাঠনিক সম্পাদক বামন্দী ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল, উপজেলা চেয়ারম্যান যুবদল নেতা মোরাদ আলী, মহিলা দলের সাধারণ সম্পাদক মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, মটমুড়া ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, গাংনী পৌর বিএনপির সভাপতি ইনসারুল হক ইন্সু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, জেলা বিএনপির প্রচার সম্পাদক আক্তারুজ্জামান, ছাত্র বিষয়ক সম্পাদক আব্দাল হক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল, সাহারবাটি ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএসএম সায়েম পল্টু, বামন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহিদ বিশ্বাস, রাইপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ধানখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাক আলী, আখেরুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহত্রাণ বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেনকে কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব শাহজাহান খান এক জরুরি চিঠি প্রেরণ করেন। চিঠির নির্দেশনা অনুযায়ী জেলার সকল ইউনিটে নতুন কমিটি গঠনের লক্ষ্যে কাজ করেছেন নেতৃবৃন্দ।

Leave a comment