আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ে ফের ৪ ছাত্রী অজ্ঞান : ভণ্ড তান্ত্রিকের জিন তাড়ানো নাটক

কেএ মান্নান: আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ে গতকালও ক্লাসরুমে ৪ ছাত্রী আকস্মিক অসুস্থ হয়ে পড়ে। এদেরকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। এক শিক্ষার্থীকে নিয়ে কথিত এক কবিরাজ ঝাড়ফুঁকে জিন তাড়ানোর নাটক করে। পর পর দু দিনে ১৪ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনা নিয়ে এলাকায় মতলববাজ তান্ত্রিক কবিরাজ জিনের আছর বলে গুজব ছড়িয়ে আতঙ্কের মাত্রা বহুগুণে বাড়িয়ে তোলে।

এলাকাবাসী এ তথ্য জানিয়ে বলেছে, গত বুধবার ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ১০ শিক্ষার্থী ক্লাসরুমে অচেতন হয়ে লুটিয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার ফের ক্লাসরুমে বেলা সাড়ে ১১টার দিকে ৭ম শ্রেণির ছাত্রী নাছরিন, শারমিন, বীথি ও ইশারা আকস্মিক অচেতন হয়ে পড়ে। এরপর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে অজানা আতঙ্ক ভর করে। ভণ্ড তান্ত্রিকেরা অসুস্থ নাছরিনকে ঝাঁড়ফুক দিয়ে শুরু করে জাহিরি। তারা বলেছে, জিনের সাথে তান্ত্রিকের হয়েছে দেনদরবার। জিন এ দফা নাছরিনকে ছাড়লেও সাফ বলেছে এক মাস ধরে সে আসন গেঁড়েছে বিদ্যালয়ের সামনের ফুলগাছে। অন্যদের দেহে ভর করবে এ জিন। অপরদিকে এ ঘটনাকে গণহিস্টিরিয়া বলে মন্তব্য করলেও গতকাল পর্যন্ত স্বাস্থ্য বিভাগ তেমন কোনো উদ্যোগ নেয়নি।