গাংনীতে মানবপাচারকারী মামলায় একজন গ্রেফতার

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রাম থেকে শফিকুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মানবপাচারের বিষয়ে ভুক্তভোগীদের দায়ের করা একটি মামলার আসামি তিনি। শফিকুল ইসলাম ওই গ্রামের আবুল হোসেনের ছেলে।

গাংনী থানার ওসি আকরাম হোসেন জানান, গাংনীর করমদি গ্রামের ফরমান আলীর ছেলে বাবলুর রহমানকে মালেশিয়ায় নিয়ে যাওয়ার কথা বলে ৪ লাখ ৪০ হাজার টাকা নেয় অভিযুক্ত মানবপাচারকারী দলের সদস্য শরিফুল ও তার সঙ্গীরা। এরপর গত ১৫ মে তাকে বিমানে উঠানোর কথা বলে বাড়ি থেকে নিয়ে ঢাকার কাকলিতে জাগুয়ার হোটেলে নেয়া হয়। সেখানে ১৫ দিন অবস্থান করার পর কক্সবাজারে নিয়ে একটি ট্রলারে তোলার সময় সন্দেহ হলে সেখান থেকে পালিয়ে বাড়ি আসেন বাবলুর রহমান।

বাড়িতে এসে টাকা চাইলে নানা টালবাহানা করলে গত ৮ জুন গাংনী থানায় একটি মামলা করেন তিনি। ওই মামলার আসামি হিসেবে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।