আন্দুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৩

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ডালিমগাছের ডাল ভাঙা ও বাড়ির পানি প্রবেশকে কেন্দ্র করে দু সহোদরের মধ্যে সংঘর্ষে দুজন রক্তাক্ত জখমসহ এক নারী আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে জীবননগরের আন্দুলবাড়িয়া রাজধানীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, আন্দুলবাড়িয়া রাজধানীপাড়ার মৃত খন্দকার নুরুজ্জামান নুরোর ছেলে খোকন ও জহুরুল ইসলাম পৈত্রিক ভিটেবাড়ির জমি অংশ মোতাবেক ভাগাভাগি করে বসতবাড়ি নির্মাণ করে বসত করে আসছে। গতকাল শনিবার সকালে বড় ভাই খোকন ও ছোট ভাই জহুরুল ডালিম গাছের ডাল ভাঙা ও বাড়ির মধ্যে পানি প্রবেশ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ ইট নিক্ষেপ করলে ইটের আঘাতে বড় ভাই খোকন, ছোট ভাই জহুরুল ও খোকনের স্ত্রী তাসলিমা খাতুন আহত হয়। রক্তাক্ত আহত খোকনের কপালে, জহুরুল ইসলামের হাতে ও মাথায় নিক্ষেপকৃত ইটের আঘাতে ১১টি সেলাই দেয়া হয়েছে। আহতরা স্থানীয় চিকিৎসকের নিকট ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে একে অপরের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য শাহাপুর ক্যাম্প ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।

Leave a comment