মেয়ের সামনে বাবাকে মেরে ফেললো হাঙর

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার তাসমানিয়ায় হাঙরের আক্রমণে মারা গেলেন এক ব্যক্তি। এ সময় ওই ব্যক্তির মেয়ে তার সামনেই ছিলেন। তারা সাগরে শামুক সংগ্রহ করতে গিয়েছিলেন। ওই এলাকায় এ ধরনের হামলার ঘটনা বিরল এবং সেটি সেখানকার অধিবাসীদের বেশ হতবাক করেছে। অস্ট্রেলিয়ার তাসমানিয়া রাজ্যের মারিয়া দ্বীপে ঘটনাটি ঘটেছে। ৪০ বছর বয়সী ওই ব্যক্তি তার মেয়েকে নিয়ে পানি থেকে শামুক সংগ্রহ করেছিলেন। কিন্তু একপর্যায়ে ওই ব্যক্তি আর নৌকায় ফিরে আসেননি। তাসমানিয়ার পুলিশ ইন্সপেক্টর ডেভিড উইস বলেন, তার ধারণা ওই ব্যক্তির মেয়ে নৌকার ফিরে এলেও তিনি আর শামুক সংগ্রহের জন্য পানিতেই ছিলেন। কিন্তু এরপর হাঙর আক্রমণ করলে তিনি আর ফিরে আসতে পারেননি। এরপর ওই ব্যক্তির মেয়ে তাকে খুঁজতে গিয়ে দেখেন, তাকে একটি বড় হাঙর আক্রমণ করেছে। এরপর তিনি অন্য নৌকার লোকদের চিৎকার করে ডেকে আনেন। তারা ওই ব্যক্তিকে উদ্ধার করে নৌকায় নিয়ে আসেন। কিন্তু এর মধ্যেই তিনি মারাত্মকভাবে আহত হন।