আন্দুলবাড়িয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত ৩

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ডালিমগাছের ডাল ভাঙা ও বাড়ির পানি প্রবেশকে কেন্দ্র করে দু সহোদরের মধ্যে সংঘর্ষে দুজন রক্তাক্ত জখমসহ এক নারী আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টার দিকে জীবননগরের আন্দুলবাড়িয়া রাজধানীপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহত উভয়পক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

জানা গেছে, আন্দুলবাড়িয়া রাজধানীপাড়ার মৃত খন্দকার নুরুজ্জামান নুরোর ছেলে খোকন ও জহুরুল ইসলাম পৈত্রিক ভিটেবাড়ির জমি অংশ মোতাবেক ভাগাভাগি করে বসতবাড়ি নির্মাণ করে বসত করে আসছে। গতকাল শনিবার সকালে বড় ভাই খোকন ও ছোট ভাই জহুরুল ডালিম গাছের ডাল ভাঙা ও বাড়ির মধ্যে পানি প্রবেশ করাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষ ইট নিক্ষেপ করলে ইটের আঘাতে বড় ভাই খোকন, ছোট ভাই জহুরুল ও খোকনের স্ত্রী তাসলিমা খাতুন আহত হয়। রক্তাক্ত আহত খোকনের কপালে, জহুরুল ইসলামের হাতে ও মাথায় নিক্ষেপকৃত ইটের আঘাতে ১১টি সেলাই দেয়া হয়েছে। আহতরা স্থানীয় চিকিৎসকের নিকট ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ শেষে একে অপরের বিরুদ্ধে জীবননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। জীবননগর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবীর জানান, যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য শাহাপুর ক্যাম্প ইনচার্জকে নির্দেশ দেয়া হয়েছে।