কোটচাঁদপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

 

কোটচাপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার কুশনা গ্রামে গরুচোর সন্দেহে আমিরুল ইসলাম নামের এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছে। সে একই উপজেলার সারুটিয়া গ্রামের নবিজ উদ্দিনের ছেলে। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে।

পুলিশ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে আমিরুল ইসলামসহ আরও চার যুবক কুশনা ইউনিয়নের জোলাপাড়ার বেলা বিশ্বাসের বাড়িতে গরু চুরি করতে যায়। সে সময় ওই বাড়ির লোকজন টের পেয়ে তাদের ধাওয়া করে। তাদের শোরগোলে গ্রামের লোকজন ছুটে আসে এবং আমিরুল ইসলামকে আটক করে গণপিটুনি দেয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে আমিরুলের মৃত্যু হয়।

পুলিশ আরও জানিয়েছে, নিহত আমিরুলের বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ থানায় একাধিক অভিযোগ রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালমর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহিন।