সরেজমিন তদন্তে এসএসপি : গ্রেফতার দু ভাই
স্টাফ রিপোর্টার: বিদ্যুত সংযোগের তার সরিয়ে নেয়ার কথা বলায় হামলা চালিয়ে মারপিট ও প্রতিবেশীর বাড়ি ভাঙচুরের অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। শফিকুল ইসলাম শফি ও পিনুকে গতকাল গ্রেফতার করা হয়। শফিকে গতকালই আদালতে সোপর্দ করা হলেও পিনুকে পুলিশ প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে। গতকাল সরেজমিন পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুফিউল্লাহ।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের হাটকালুগঞ্জ জেলা পরিষদের পেছনপাড়ার একটি বাগানের ভেতর দিয়ে হরিজন সম্প্রদায়ের এক বাড়ির ওপর দিয়ে বিদ্যুত সংযোগ নিয়েছেন ওয়াজেদ আলীর ছেলেরা। ঝড় বৃষ্টির সময় বিদ্যুত সংযোগের এ তারে বিপদ হতে পারে শঙ্কায় তা সরিয়ে নেয়ার জন্য বললে হরিজন সম্প্রদায়ের একটি বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে তছনছ করা হয়। ঘরে থাকা ১০ হাজার টাকা লুটেরও অভিযোগ। একই ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী শাহীন ও তার নানি ভাবিলা খাতুনের সাথে তুমুল সংঘর্ষে লিপ্ত হয় ওয়াজেদ আলীর ছেলে পিনুসহ তাদের লোকজন। উভয়পক্ষের ৮ জন আহত হয়। থানায় নালিশ করা হয়। গতকাল সরেজমিন পরিদর্শন করেন এএসপি (সার্কেল) সুফিউল্লাহসহ সঙ্গীয় ফোর্স। গ্রেফতার করা হয় ওয়াজেদ আলীর দু ছেলে শফিকুল ইসলাম শফি ও পিনুকে। পিনুকে গ্রেফতারের পর হাসপাতালেই চিকিৎসাধীন রাখা হয়েছে। পুলিশ বলেছে, গতকালই শফিকে আদালতে সোপর্দ করা হয়।