হাঙ্গরের আক্রমণ: মৃত্যুর সাথে লড়ছেন এক সার্ফার

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণে আহত এক সার্ফার মৃত্যুর সাথে লড়ছেন। দেশটির দক্ষিণাঞ্চলের অ্যাডেলেইড থেকে ২৪৫ কিলোমিটার পশ্চিমে পোর্ট লিংকন ন্যাশনাল পার্কের ফিশারি বে’তে সার্ফিংকালে শনিবার হাঙ্গরের হামলার শিকার হন তিনি। দক্ষিণ অস্ট্রেলিয়ার রাজ্য পুলিশ জানায়, হাঙ্গরের হামলায় ওই ব্যক্তি মারাত্মক আহত হয়েছেন। তাকে পোর্ট লিংকন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় হাঙ্গরের আক্রমণের ঘটনা প্রায়ই ঘটে থাকে। বিশেষজ্ঞরা বলছেন, পানিতে খেলাধুলা বেড়ে যাওয়ায় হাঙ্গরের আক্রমণের ঘটনাও বেড়ে গেছে। ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চলে হাঙ্গরের হামলায় এক জাপানি নাগরিক প্রাণ হারিয়েছেন। এছাড়া পশ্চিম উপকূল এবং পূর্বে ডিসেম্বরে হাঙ্গরের আক্রমণে মারা গেছে দু কিশোর।

Leave a comment