আল-কায়েদার শীর্ষনেতা গাদান নিহত

মাথাভাঙ্গা মনিটর: জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রচার বিভাগের নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের এক নাগরিক নিহত হয়েছেন। চলতি বছরের প্রথম দিকে আফগান সীমান্তবর্তী পাকিস্তানে আল-কায়েদার গোপন আস্তানায় এক অভিযানে তিনি নিহত হন। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। অ্যাডাম গাদান নামে নিহত ওই আল-কায়েদা নেতার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগও রয়েছে বলে জানানো হয়। পাকিস্তানি লেখক ও তালেবান গোষ্ঠী এবং আল-কায়েদার সম্পর্কে বিশেষজ্ঞ আহমেদ রাশিদ বলেন, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। তিনি ছিলেন তাদের (আল-কায়েদা) প্রচারণা সেলের সম্মুখভাগে। গাদানকে ধরিয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র ১০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করে রেখেছে। ত্রিশোর্ধ বয়সী গাদান যুক্তরাষ্ট্রের ওরেগনে জন্মগ্রহণ করেন এবং ক্যালিফোর্নিয়ায় বেড়ে ওঠেন। ১৭ বছর বয়সে তিনি ইসলামধর্ম গ্রহণ করেন এবং এরপর তিনি আল-কায়েদার মুখপাত্র এবং অনুবাদক হিসেবে কাজ করেন। ২০০৬ সালে গাদানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়। গাদান আল-কায়েদার আস-শাহাব মিডিয়া উইংয়ে কাজ করতেন।