ইন্ডিয়া বদলে ভারত

মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়া নাকি ভারত হবে দেশের নাম তা জানতে চেয়ে দেশটির সরকারের দৃষ্টি আকর্ষন করেছেন সুপ্রিমকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার প্রধান বিচারপতি এইচ এল দত্ত এ বিষয়ে কেন্দ্র, রাজ্য সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর কাছে জবাব জানতে চেয়েছেন। রিট আবেদনকারী অজয় জি মাজিথিয়া ও রাহুল পান্ডে তাদের আবেদনে বলেন, ভারতীয় সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, ইন্ডিয়া, অর্থাৎ ভারত একটি যুক্তরাজ্য হবে। ইন্ডিয়ার পুঁথিগত অর্থ ভারত নয়। এছাড়া ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে এটি ভারত বলে পরিচিত। রিটে বলা হয়, ইন্ডিয়া নামটি উপনিবেশ আমলে দেয়া। এতে আরও বলা হয়, সাংবিধা পরিষদের বৈঠকে  নতুন জম্ম নেয়া রাষ্ট্রটির নামের বিষয়ে বিতর্ক হয়েছে। অনেকে ভারত, হিন্দুস্তান, হিন্দ এবং ভারতভূমি ও ভারতবর্ষসহ বিভিন্ন নাম দিয়েছিলেন। দেশের কেবল একটি মূল নাম রয়েছে যা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আর তা হচ্ছে ভারত। সংবিধানের ১ নম্বর অনুচ্ছেদে ইন্ডিয়া বলতে ভারতকেই বুঝানো হয়েছে।