স্টাফ রিপোর্টার: বন্দুকযুদ্ধে মাগুরায় রফিকুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। তিনি সাতক্ষীরা আশাশুনি উপজেলার বেউলা উত্তর পাড়া গ্রামের আলী হোসেন সরদারের ছেলে। নিহত পরিবারের দাবি মাগুরা বাজারে একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় পুলিশ তাকে আটক করে। পরে গভীর রাতে মাগুরা-যশোর সড়কের চার রাস্তার মোড় এলাকায় রফিকুল ইসলামকে গুলি করে হত্যা করে। তবে পুলিশ বলছে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল নামক স্থানে শনিবার ভোররাতে সড়কে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে আন্তঃজেলা ডাকাত সরদার রফিকুল ইসলাম নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দু রাউন্ড গুলি, চারটি তাজা বোমা, গাছ কাটার যন্ত্রসহ উদ্ধার হয় বিভিন্ন দেশীয় অস্ত্র।