আইএস’র হাত থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরলেন হেলাল

স্টাফ রিপোর্টার: লিবিয়ায় আইএস জঙ্গিদের হাত থেকে মুক্তি পেয়ে বাড়ি ফিরে এসেছেন জামালপুরের হেলাল উদ্দিন। অপহৃত হওয়ার ১৮ দিন পর তিনি মুক্তি পেয়ে বাড়ি ফেরেন। গত সোমবার সন্ধ্যায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকায় ফেরার পর রাত ১টায় তিনি মাদারগঞ্জ উপজেলার গজারিয়া গ্রামের নিজ বাড়িতে পৌঁছান। জামালপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। ৬ মার্চ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার হেলাল উদ্দিন লিবিয়ার একটি তেল কোম্পানিতে কর্মরত অবস্থায় অপহৃত হন। ৯ ফেব্রুয়ারি লিবিয়ার বাংলাদেশ দূতাবাস খবরটি নিশ্চিত করার পর থেকে তার পরিবার চরম উৎকণ্ঠায় থাকে। ১৮ দিন আইএস জঙ্গিদের হাতে বন্দি থাকার পর গত ২৫ মার্চ জিম্মি দশা থেকে ছাড়া পায় হেলাল উদ্দিন।