গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হয়ে গেলো পিঠা উৎসব। পাকান, পাটি সাপটা, ভাপা, পুলি, বরফি, আন্দোসা, পানপাতাসহ হরেক রকমের পিঠা নিয়ে উৎসবে হাজির হয়েছিল ওই বিদ্যালয়ের ছাত্রীরা। গ্রামবাংলার ঐতিহ্যবাহী পিঠা খেয়ে প্রশংসা করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ। গতকাল সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আখতার বানু। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক, বিশিষ্ট কথা সাহিত্যিক ও ছড়াকার রফিকুর রশিদ রিজভী, সাবেক ছাত্রলীগ নেতা সবুক্তিগীন মাহমুদ পলাশ প্রমুখ।
গাংনীতে পিঠা উৎসব
