আমঝুপি প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলাধীন আমঝুপি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড উপনিবার্চন আজ রোববার। সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ভোট। ইতোমধ্যে উপজেলা নিবার্চন অফিসার রিটার্নিং অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান জানিয়েছেন, নিবার্চনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খোকসা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুরাতন মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিবার্চন উপলক্ষে ২টি কেন্দ্র খোলা হয়েছে। খোকসা, পুরাতন মদনা ও বসন্তপুর গ্রামের ৩ হাজার ৮০৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৮৬০ জন ও নারী ভোটার ১ হাজার ৯৪৮ জন। এ নির্বাচনে ৩ জন প্রার্থী মো. আমেলুউদ্দীন খান (ফুটবল), হাফেজ-আব্দুল মোমিন (টিউবয়েল) ও সাবেক মেম্বার শহিদুল্লাহ (মোরগ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমঝুপি ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম জানান, চলতি বছরের ৮ নভেম্বর ওয়ার্ড সদস্য মো. মিজানুর রহমানের মৃত্যু হলে এ উপনিবার্চন অনুষ্ঠিত হচ্ছে।