কার্পাসডাঙ্গায় ৫ ভাটাশ্রমিক অপহরণ মামলায় চাঁদাবাজ হামিদুল গ্রেফতার : নেপথ্য ফাঁস

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা এমআর ইটভাটার ৫ শ্রমিক অপহরণ মামলায় হামিদুল (৫২) নামের নামের এক চাঁদাবাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামানের নেতৃত্বে এসআই অচিন্ত কুমার ও এএসআই তপন কুমার নন্দী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পীরপুরকুল্লাহ গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সে দামুড়হুদা সদর ইউনিয়নের চিৎলা-গোবিন্দহুদা গ্রামের মৃত উকিল হালসনার ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে কার্পাসডাঙ্গা এমআর ইটভাটার ৫ শ্রমিক অপহরণ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তিনি আরো বলেন, এলাকায় প্রায় ১৪/১৫ জনের একটি চাঁদাবাজ গ্রুপের লোকজন ৩/৪ বছর ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইটভাটা মালিকদের সাথে ভারতীয় সিমে কথা বলতো এবং বিজয় বাবু নাম ব্যবহার করে এলাকার বিভিন্ন ইটভাটায় চাঁদাবাজি করে আসছিলো। হামিদুল ওই গ্রুপের একজন সক্রিয় সদস্য।