আলমডাঙ্গা স্টেশন থেকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দু পা হারালেন রাজশাহীর বকুলতলার বাদশা

 

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা স্টেশন থেকে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে দু পা হারালেন রাজশাহীর বকুলতলার বাদশা নামের মধ্যবয়স্ক ব্যক্তি।

জানা গেছে, রাজশাহী বকুলতলার আবেদ আলীর ছেলে বাদশা (৫০) খুলনা থেকে ছেড়ে যাওয়া চাঁপাইনবাবগঞ্জগামী মহানন্দা ট্রেনে বাড়ি ফিরছিলেন। তিনি গতকাল দুপুরে যশোর নওয়াপাড়া থেকে ট্রেনে ওঠেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেল ৫টার দিকে আলমডাঙ্গা স্টেশনে ট্রেন থামলে তিনি দ্রুত ট্রেন থেকে নেমে প্রস্রাব করতে যান। সে সময় ট্রেন পুনরায় ছেড়ে দিলে তিনি চলন্ত ট্রেনে উঠতে গেলে ঘটে বিপত্তি। পা পিছলে নিচে পড়ে যান। সে সময় ট্রেনের চাকায় তার দু পা কেটে মারাত্মক জখম হন তিনি। উপস্থিত জনতা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিলে সেখানে চিকিৎসা করা সম্ভব না হলে দ্রুত হারদী হাসপাতালে রেফার করা হয়। সেখানেও চিকিৎসা দেয়া সম্ভব না হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তার দুটি পা-ই কেটে ফেলতে হতে পারে বলে হাসপাতালসূত্রে জানা গেছে।