বঙ্গবন্ধু সম্পর্কে কটুক্তির প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ

ঝিনাইদহ অফিস: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটুক্তি করার প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করেছেন সদর উপজেলা আওয়ামী লীগ ও অংগঠনের নেতাকর্মীরা। গতকাল রোববার বিকেলে শহরের ওয়াজির আলী স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে পায়রা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহ্ মোহাম্মদ ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম অপু। এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক গোলাম সরওয়ার সউদ, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেএম রশিদুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি খায়রুল ইসলাম।

Leave a comment