বাংলাদেশের পোশাক শিল্প খাতে সুইডেনের প্রধানমন্ত্রীর অব্যাহত সহায়তার আশ্বাস

জামান সরকার, সুইডেন থেকে, ১৭ নভেম্বরঃ সুইডেনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন বাংলাদেশের পোশাক-শিল্প খাতে বিশ্বমান অর্জনে তাঁর সরকারের অব্যাহত সহায়তার আশ্বাস প্রদান করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এক মত বিনিময় সভায় সুইডেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারোয়ার-এর সাথে  একান্ত আলাপকালে প্রধানমন্ত্রী স্টেফান লোফভেন উক্ত অভিমত ব্যক্ত করেন। এসময় রাষ্ট্রদূত গোলাম সারোয়ার সুইডেনের প্রধানমন্ত্রী কে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহের ব্যাপারে অবহিত করেন। বিশেষ করে, বাংলাদেশের তৈরী পোশাক শিল্পের উন্নয়নে ও বিশ্বমান অর্জনে শেখ হাসিনার সরকারের নেতৃত্বে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান (বিজিএমইএ) সহ ইউরোপীয় ইউনিয়ন এবং উত্তর আমেরিকার দেশসমূহের আমদানীকারকবৃন্দের যুগপৎ কর্মসূচীসমূহ সম্বন্ধে তিনি সুইডিশ প্রধানমন্ত্রীকে বিস্তারিত জানান। ট্রেড ইউনিয়ন এর সাথে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পৃক্ততা ও অভিজ্ঞতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী  স্টেফান লোফভেন বিশ্বব্যাপী শ্রমজীবী মানুষের নায্য অধিকার আদায়ে বলিষ্ঠ অবস্থানের উল্লেখপূর্বক বাংলাদেশ সরকার কর্তৃক সাম্প্রতিককালে গৃহীত পদক্ষেপসমূহের ভূয়সী প্রশংসা করেন এবং এমর্মে কাংক্ষিত লক্ষ্যে পৌঁছানোর অভিপ্রায়ে বাংলাদেশ সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ইটালীর মিলানে সম্প্রতি দ্বিপাক্ষিক ফলপ্রসূ আলোচনার কথা উল্লেখ করেন।

 

উত্তর ইউরোপীয় দেশসমূহে বাংলাদেশের রপ্তানী বৃদ্ধি ও বাংলাদেশে এসব দেশের বিনিয়োগ বৃদ্ধিকল্পে অব্যাহত প্রচেষ্টার অংশ হিসেবে রাষ্ট্রদূত গোলাম সারোয়ার খ্যাতনামা ব্যবসায়ী প্রতিষ্ঠান, যেমনঃ এইচ এ্যান্ড এম, লিনডেক্স প্রভৃতির কর্ণধারদের সাথে নিয়মিতভাবে আলোচনায় মিলিত হন। উল্লেখ্য যে, ইতোমধ্যে বিশ্বখ্যাত  সুইডিশ পোশাক কোম্পানী এইচ এ্যান্ড এম আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে আমদানী দ্বিগুণ করার অভিপ্রায় ব্যক্ত করেছে যা পোশাকখাতের চলমান গতিকে আরও ত্বরান্বিত করবে। আরো উল্লেখ্য যে, নর্ডিক অঞ্চলের দেশসমূহে বাংলাদেশের সার্থ-সংশ্লিষ্ট বিষয়ে ক্রমবর্ধমান উদ্যোগ ও প্রচেষ্টা অব্যাহত রাখার নিমিত্ত সুইডেনস্থ বাংলাদেশ দূতাবাসের আন্তরিক প্রয়াসের পরিপ্রেক্ষিতে উত্তর ইউরোপের দেশসমূহে বাংলাদেশের রপ্তানী আয় বিগত পাঁচ বছরে দ্বিগুনের বেশী বৃদ্ধি পেয়েছে।